ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন উপলক্ষে শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, বাংলামোটর মোড়, শরীয়তুল্লাহ হল এবং ফুলার রোড এলাকায় যানবাহন প্রবেশ সীমিত থাকবে। তবে অ্যাম্বুলেন্স...