অপেক্ষার প্রহর ফুরালো বলে। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম অংশ নিচ্ছে আটটি দল। বড় পরিসরে অনুষ্ঠেয় এশিয়া কাপ চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা উঠবে আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরের স্বাগতিক দেশ ভারত। তবে সেটি কাগজে-কলমে। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই) পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই আসর। ২০২৬ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত, সেই বিষয়টি মাথায় রেখে এবারের আসর সাজানো হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও...