ইসলামি ধারার দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করতে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এসময় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যাংক একীভূতকরণে ৩৫ হাজার ২০০ কোটি টাকা মূলধন ধরা হয়েছে। এর মধ্যে সরকার ২০ হাজার ২০০ কোটি টাকা দিতে রাজি হয়েছে। আর আমানত বিমা ট্রাস্ট ফান্ড থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা নেওয়া হবে। বাকি সাড়ে ৭ হাজার কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে। গত সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ও স্যোসাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক শুনানি হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ব্যাংক একীভূত করার গতি পাবে বলে আমরা মনে করি।...