রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। ৩৫ বছর পর হতে যাওয়া এ নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তবে এর মধ্যেই রাকসু ও হল সংসদগুলোর অবকাঠামোগত অবস্থার বেহাল চিত্র সামনে আসায় নানা প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পেছনে অবস্থিত রাকসু ভবনে নেই কোনো নামফলক। বর্তমানে ভবনটির কক্ষগুলো ব্যবহার করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের এমন একটি গুরুত্বপূর্ণ ভবনে নামফলক না থাকায় এটি যে রাকসু ভবন—তা সহজে বোঝার উপায় নেই। মাঝে মাঝে ভবনের বাইরের অংশ রং করা হলেও কক্ষগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা বলছেন, যে রাকসু নির্বাচনকে ঘিরে এত আমেজ, সেই রাকসু ভবনেরই বেহাল দশা! রুমে নেই চেয়ার, টেবিল কিংবা বসার জায়গা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি...