ঢাকা: বর্তমানে ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রোয়েশিয়া। একসময় দাম কম ছিল বলে সব বাজেটের পর্যটকেরা সেখানে যেতেন বা এখনও যাচ্ছেন। কিন্তু দিন দিন ক্রোয়েশিয়া ব্যয়বহুল হয়ে উঠছে, যদিও দেশটির পর্যটন বোর্ড তা মনে করছে না।গ্রাসিয়া হরভাটিন ৩০ বছরেরও বেশি সময় ধরে পর্যটনে কাজ করছেন। ক্রোয়েশিয়ার দ্বীপ মুর্টারে তার দাদির পুরনো খাবারের দোকানের দায়িত্ব পাবার পর থেকেই এটি শুরু হয়েছিল। সময়ের সাথে সাথে তার সাধারণ খাবারের দোকানটি একসময় রেস্তোরাঁয় পরিণত হয়, যা পর্যটক এবং যারা অ্যাড্রিয়াটিক সাগরে ভ্রমণের সময় এখানে থামেন, তাদের সবার কাছেই জনপ্রিয়। গ্রাসিয়ার গল্প ক্রোয়েশিয়ায় পর্যটন খাতের বিকাশের প্রতিফলন ঘটায়। একসময় সব বাজেটের পর্যটকেরা ক্রোয়েশিয়ায় যেতে পারলেও এখন এটি ধীরে ধীরে ধনীদের গন্তব্য স্থল হয়ে উঠছে। এমন পরিবর্তনের একটি কারণ কৌশলগত হলেও উচ্চ মুদ্রাস্ফীতি, সরকার-আরোপিত খরচ এবং...