চলুন জেনে নিই ৩টি কার্যকর ঘরোয়া হেয়ার প্যাকের কথা, যেগুলো বিশেষজ্ঞরাও ব্যবহার করার পরামর্শ দেন।কলা ও মধুর প্যাকযা লাগবেচোখের নীরব বিপদ ডায়াবেটিক রেটিনোপ্যাথি- পাকা কলা ১টি- মধু ১ টেবিল চামচব্যবহারবিধি:একটি বাটিতে কলা চটকে নিন, তারপর মধু মিশিয়ে একটি মসৃণ প্যাক বানান। গোসলের ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভালোভাবে লাগিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।উপকারিতা- চুলের গোড়া মজবুত করে- রুক্ষতা কমায়- প্রাকৃতিকভাবে ময়েশ্চার জোগায়- সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।টক দই ও ডিমের প্যাকযা লাগবেডিম ১টিটক দই ২ টেবিল চামচ (প্রয়োজনে বেশি)ব্যবহারবিধি :ডিম ও দই একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। পরিষ্কার মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।উপকারিতা- চুলে প্রাকৃতিক শাইন আনে- চুলের প্রোটিন ঘাটতি পূরণ করে- গোড়া...