ক্যামেরা:সনি আইএমএক্স৮৮২ ৫০ মেগাপিক্সেল সেন্সর দিয়ে তোলা ছবি দিনে বেশ স্পষ্ট আর ন্যাচারাল দেখায়। এমনকি কম আলোতেও বেশ ভালো ছবি তোলা যায়। ভিডিও নির্মাতাদের জন্য রয়েছে ভ্লগ ওয়ান-ক্লিক ভিডিও মোড, যা ছোট ছোট ক্লিপকে সহজেই একটি ভিডিওতে পরিণত করে। তবে ক্যামেরা সেটআপ সীমিত—আল্ট্রা-ওয়াইড বা টেলিফটো নেই। রাতের ছবি কিছুটা নয়েজি হতে পারে। সোশ্যাল মিডিয়া বা দৈনন্দিন ছবির জন্য যথেষ্ট, কিন্তু ফটোগ্রাফি প্রেমীদের চাহিদা পুরোপুরি মেটাবে না। সফটওয়্যার ও অন্যান্য ফিচার:ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ১৫-এর উপর এক্সওএস ১৫। ইন্টারফেস মসৃণ এবং ফিচার সমৃদ্ধ—সার্কেল টু সার্চ, কুইকশেয়ার এবং বিভিন্ন এআই টুলস রয়েছে। কিছু ব্লটওয়্যার থাকলেও তা সহজে সরানো বা বন্ধ...