কাঠমান্ডুতে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে অচল হয়ে গেছে পুরো নেপাল। ছাত্র ও জনতার সরকারবিরোধী বিক্ষোভের জেরে কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওপরও। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে নেপালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজ খেলতে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা দশরথ স্টেডিয়ামে। কিন্তু সোমবার নির্ধারিত অনুশীলন করতে পারেনি জামাল ভূঁইয়ার দল। মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, খেলোয়াড়রা বিকেল তিনটায় অনুশীলনের জন্য প্রস্তুত ছিল। তবে হঠাৎ করে নিরাপত্তাজনিত কারণে হোটেল ছাড়তে না পারায় মাঠে যাওয়া সম্ভব হয়নি, ‘সোয়া দুইটার সময় আমরা লবিতে উপস্থিত ছিলাম। কিন্তু আন্দোলনের কারণে...