কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, "যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটানোর চেষ্টা করেছেন, তাদের বলছি—শেখ হাসিনার পতন ও মুক্তিযোদ্ধার পতন এক নয়, বঙ্গবন্ধুর পতন এক নয়, স্বাধীনতার পতন এক নয়। এই বিষয়গুলো কেউ কেউ বোঝার চেষ্টা করছেন না। যারা ২৪ শে বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন, ভবিষ্যতে স্বৈরাচার বিরোধে সাধারণ মানুষ এগিয়ে আসবে না—এটাই আমার আশঙ্কা।" সোমবার বিকালে টাঙ্গাইল শহরের নিজের বাসা "সোনার বাংলা" তে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। কাদের সিদ্দিকী আরও বলেন, "আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয়, আমি তাতে রাজি। এখন আমার বয়স অনেক হয়েছে, যদি চলে যেতে পারি তাতেও খুশি।" কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, "রোববার...