ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা-শেয়ারধারীরা দাবি করেছেন- ব্যাংকটিকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত না করে তাদের হাতে পুনরায় পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এসআইবিএলের উদ্যোক্তা শেয়ারধারী, সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক। রেজাউল হক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই এসআইবিএল শরিয়াহভিত্তিক ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। কিন্তু ২০১৭ সালে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক অনিয়ম শুরু হয়, ফলে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে।’ তিনি অভিযোগ করেন, ‘এখন বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে কোনও আলোচনা না...