ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের জায়গা হয়নি এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে। এই ক্রিকেটার অকপটে স্বীকার করেছেন, এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়াটা তাকে গভীরভাবে হতাশ করেছে। চলতি আসরে নির্বাচকরা তরুণদের প্রতি আস্থা রেখেছেন। আর তাতে কপাল পুড়েছে আইয়ারের। এ নিয়ে হতাশ আইয়ার এক পডকাস্টে বলেন, ‘যখন জানেন আপনি দলে থাকার যোগ্য, এমনকি একাদশেও খেলার যোগ্য, অথচ বাদ পড়েন- তখন সেটা খুবই হতাশাজনক। নিঃসন্দেহে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়াটা আমাকে কষ্ট দিয়েছে। ’ তবে হতাশার মাঝেও দলকেই প্রাধান্য দিচ্ছেন আইয়ার। তিনি বলেন, ‘একই সময়ে যদি দেখি কোনো ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে এবং সে কারণে জায়গা পেয়েছে, তাহলে তাকে সমর্থন করা ছাড়া ভিন্ন কিছু ভাবা যায় না। আসল ব্যাপার হলো দলের জয়। দল জিতলে সবার আনন্দ।...