ইয়ানিক সিনারের দুরন্ত ধারাকে থামিয়ে আবারও ইউএস ওপেন জিতে নিলেন কার্লোস আলকারাজ। মাত্র ২২ বছর বয়সে নিউইয়র্কের কোর্টে দ্বিতীয়বার গ্র্যান্ড স্লাম ট্রফি উঁচিয়ে ধরলেন এই স্প্যানিশ সেনসেশন। ফাইনালে চার সেটের লড়াইয়ে (৬-২, ৩-৬, ৬-১, ৬-৪) হার মানান প্রতিদ্বন্দ্বী সিনারকে। বিশ্লেষকদের ধারণা ছিল, তরুণ এই দুই তারকার ফাইনাল হবে টানটান উত্তেজনায় ভরা। কিন্তু শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। প্রথম সেটে মাত্র দুটি অনিচ্ছাকৃত ভুল করে ঝলমলে উইনারে এগিয়ে যান। দ্বিতীয় সেটে সিনার কিছুটা ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটেই ভেঙে পড়েন তিনি। হতাশায় র্যাকেট ছুঁড়ে ফেলেন ইতালিয়ান তারকা। শেষ সেটে প্রাণপণ চেষ্টা করেও থামানো যায়নি আলকারাজকে।আরো পড়ুন:ইতিহাসের পাতায় নতুন রাজকন্যা, উইম্বলডনের ঘাসে শিয়নটেকের রাজত্বউইম্বলডনে ‘ফেদেরার কুফা’ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জকোভিচ ইতিহাসের পাতায় নতুন রাজকন্যা, উইম্বলডনের ঘাসে শিয়নটেকের রাজত্ব উইম্বলডনে ‘ফেদেরার কুফা’ কাটিয়ে...