কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন আব্দুর রব (৭৩) নামে একজনকে আটক করেছে র্যাব-১১। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।আরো পড়ুন:কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধনফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত আটক কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন র্যাব জানিয়েছে, আব্দুর রব (৭৩) পেশায়...