রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে লড়ার ঘোষণা দিয়েছেন বাম সংগঠনগুলো। সোমবার বিকালে পরিবহন মার্কেট চত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন এই প্যানেল ঘোষণা করেন। কেন্দ্রীয় সংসদের মোট ২৩ পদের মধ্যে ১৬টিতে মনোনয়ন দিয়েছে এ প্যানেল। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাউছার আহম্মেদ এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাসিম সরকার মনোনয়ন পেয়েছেন। তাদের নেতৃত্বে লড়বে এই প্যানেল। ফুয়াদ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক, কাউছার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ এবং নাসিম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক। এ ছাড়া বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তারেক আশরাফ সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিপ্লবী ছাত্রমৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক...