
মহাকাশের পরিবেশ মানবদেহের বিভিন্ন স্টেম কোষকে স্বাভাবিকের চেয়ে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয় বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। স্টেম কোষ থেকে রক্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ কোষ তৈরি হয়। মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে মানুষের শরীরে কী প্রভাব পড়ে তা এখনও বোঝার চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক কয়েক বছরে নানা গবেষণায় উঠে এসেছে, মহাকাশে থাকা নভোচারীদের দেহে শারীরিক ও মানসিকভাবে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান দিয়েগো’র একদল গবেষকের করা সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রায় এক মাস মহাকাশে থাকা মানব স্টেম কোষে দ্রুত বার্ধক্যের লক্ষণ দেখা গিয়েছে। এ গবেষণায় মানবদেহের ‘হেমাটোপয়েটিক স্টেম’ ও ‘প্রোজেনিটর সেল’ নিয়ে কাজ করেছেন গবেষকরা, যা দেহের রক্ত ও রোগ প্রতিরোধক কোষ তৈরিতে খুব গুরুত্বপূর্ণ। স্টেম কোষকে ৩২ থেকে ৪৫ দিন পর্যন্ত...