০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য টুকরো টুকরো করে ফেলছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যকে। ঘৃণা, ভয় এবং বিদ্বেষ দিনদিন বেড়েই চলেছে। আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় জনগণের দীর্ঘদিনের উদ্বেগগুলোকে অস্ত্রে পরিণত করে বাঙালি বংশোদ্ভূত সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি ও উসকে দিচ্ছেন। শর্মা প্রতিনিয়ত তাদেরকে স্থানীয় অসমীয়া জনগণের প্রধান শত্রু হিসেবে তুলে ধরছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম স্ক্রলে এনিয়ে একটি নিবন্ধ লিখেছেন অ্যাক্টিভিস্ট, লেখক ও শিক্ষক হর্ষ মান্দার। নিবন্ধটিতে তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক ও বিভাজনমূলক রাজনীতির সমালোচনা করেন। বলেন, শর্মা স্থানীয় অসমীয়া জনগণের মধ্যে ভয় ও বিদ্বেষ ছড়িয়ে দিয়ে বাঙালি মুসলিমদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। নিবন্ধে, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক এবং একাধিক...