মার্কিন হামলার আতঙ্কে দিন কাটছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বাসিন্দাদের। পুয়ের্তো রিকোয় মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শঙ্কা ও অনিশ্চয়তা। এর মধ্যেই জীবিকার তাগিদে বের হচ্ছেন কাজে। বাসিন্দারা জানান, তারা যুদ্ধ চান না। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোর ঘাঁটিতে আরও ১০টি যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই ভেনেজুয়েলায় বেড়েছে মার্কিন হামলার শঙ্কা। এ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে দেশটির সাধারণ মানুষের মাঝে। তাদের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আতঙ্কের মধ্যেই জীবিকার জন্য বাইরে বের হয়েছেন অনেকেই। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘কেউ জানে না কাল বেঁচে থাকব কিনা। কারণ যেকোনো সময় বোমা পড়তে পারে। আমরা ভয়েই আছি। ভেনেজুয়েলার মানুষ শান্তি চায়। আমাদের কেন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে?’ আরেকজন বলেন, ‘আমরা কারও সাথে...