দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। সোমবার দুপুর থেকে দেশটির রাজধানী কাঠমান্ডুতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে নেপাল সরকার। আর এতেই বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শহরের পরিস্থিতি খেলার আয়োজনকেও অনিশ্চিত করে তুলেছে। এদিকে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাংলাদেশের অনুশীলন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে জানানো হয়, বাইরের অবস্থা উত্তপ্ত। তাই অনুশীলনের জন্য রওনা হওয়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ দল হোটেলেই নিরাপদে অবস্থান করছে।...