‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অন্য সকল ডাকসু নির্বাচনের চেয়ে আলাদা। এর আলাদা তাৎপর্য আছে যা আমরা বুঝি। এটাই সুযোগ নতুন রাজনৈতিক পরিসর নির্মাণের, যেখান থেকে নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অগ্রগতি। রাজনৈতিক স্থবিরতার আবর্তে আমরা আর ঘুরপাক খেতে চাই না।’ সম্প্রতি এক প্রশ্নের জবাবে দেশ রূপান্তর অনলাইনকে এ কথা বলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহেদ আহমদ। এবারের ডাকসু নির্বাচন ঘিরে প্রচারণা কৌশল নিয়ে জাহেদ আহমদ বলেন, ‘প্রচারণার মাধ্যম হিসেবে অ্যাস্থেটিক্সের (সৌন্দর্য্যতত্ত্ব) ব্যবহার ও নিজেদের সেভাবেই প্রেজেন্ট করবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা একদিক দিয়ে ভালো, অ্যাস্থেটিক্সের নানা ডাইমেনশনের সঙ্গে পরিচিত হচ্ছি। এটা খুব স্বাভাবিক প্রার্থীরা নিজেদের আলাদা করে চেনাবার জন্য এ ধরনের আশ্রয় নেবে। কিন্তু প্রার্থীর যোগ্যতা হবে তার...