ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আজ সোমবার (৮ সেপ্টেম্বর)বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপাচার্য জানান, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, ‘প্রায় ১১ মাসের ব্যাপক প্রস্তুতির পর সব অংশীজনকে সঙ্গে নিয়ে আমরা শেষভাগে চলে এসেছি। আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের বহু প্রতীক্ষিত নির্বাচন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ৮১০টি বুথ থাকবে এবং প্রায় ৪০ হাজার ভোটার ভোট দেবেন। প্রথমবারের মতো হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে আটটি কেন্দ্রে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত পোলিং কর্মকর্তা রাখা হয়েছে। এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের...