নেপালে ‘জেন জিদের’ বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে, আহত শতাধিক। কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর এই হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভের মূল কারণ সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং দেশজুড়ে দুর্নীতি। কেউ কেউ বলছেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এই বিক্ষোভ, তারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথাও বলছেন। কিন্তু কয়েক মাস আগে রাজতন্ত্রের জন্য আন্দোলন হওয়া নেপালে এখন আসলে আন্দোলন হচ্ছে কী কারণে? নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট বলছে, গত শুক্রবার নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। সরকারের দাবি, এই প্ল্যাটফর্মগুলো নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে ব্যর্থ হয়েছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নেপালের তরুণ প্রজন্ম। বিক্ষোভকারীদের মতে, সরকার ভিন্নমত দমন এবং সমালোচনামূলক বক্তব্য বন্ধ করার...