বিনোদন ডেস্কঃশো বিজনেসের পরিবার থেকে এসেছেন রন হাওয়ার্ড। বাবা-মা ছিলেন অভিনয় জগতে। নিজেও ছোটবেলায় ছিলেন ক্যামেরার সামনে, এখন পেছনে। কৈশোরের প্রেমকে পরিণতি দিয়েছেন সফল দাম্পত্যজীবনে। পারিবারিক বাঁধনের গুরুত্বটা হাওয়ার্ড তাই খুব ভালোভাবেই জানেন। সে কারণে তাঁর সিনেমায়ও সম্ভবত পারিবারিক সেন্টিমেন্টগুলো বেশ মর্মস্পর্শী হয়ে প্রকাশ পায়। ‘আ বিউটিফুল মাইন্ড’ এ যেমন জেনিফার কনেলি ও রাসেল ক্রোর দাম্পত্য রসায়ন। খুব মর্মস্পর্শী কিছু ফ্রেম, তীক্ষ্ণ কিন্তু নরম সংলাপ আর চোখে লেগে থাকা ক্যামেরার কাজের সঙ্গে মনে গেঁথে থাকা আবহসংগীত। হাওয়ার্ড ‘আ বিউটিফুল মাইন্ড’ দিয়ে অস্কার জিততে পারেন, কিন্তু কোনো কোনো বিশ্লেষকের মতে, ‘সিন্ডারেলা ম্যান’ সম্ভবত এমন সব ফ্রেমে তাঁর সেরা সিনেমা। মজার বিষয়, দুটোই কিন্তু সত্য ঘটনা অবলম্বনে জীবনীচিত্র। ‘বিউটিফুল মাইন্ডে’ গণিতবিদ জন ন্যাশের চরিত্রে ক্রোকে যতটা জনবিচ্ছিন্ন লেগেছে, সেটা দেখেই সম্ভবত নিউজিল্যান্ডের...