সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে জেন-জি’র আন্দোলনে জেরবার নেপালের অবস্থা। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায়-দফায় সংঘর্ষ চলছে। এর প্রভাব পড়েছে নেপাল-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচের ওপর। আদৌ ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার পৌনে ছয়টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। এ উপলক্ষে সোমবার টিম হোটেলে বেলা ১২টায় দুই দলের কোচ, অধিনায়ক ও খেলোয়াড়ের উপস্থিতিতে সংবাদ সম্মেলনও হয়। এরপর দ্রুত পরিস্থিতি বদলাতে থাকে। সরকারের বিরুদ্ধে সোমবার আন্দোলনের ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বিক্ষোভকারীরা। দুপুরের পর থেকে নেপালের গণমাধ্যমগুলোতে আসতে থাকে বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর। কাঠমাণ্ডু পোস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, পুলিশের তাজা বুলেটের আঘাতে বেলা...