রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন পাওয়ার প্রক্রিয়া কতদূর এগোলো, তা জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। বৈঠক থেকে বেরিয়ে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে চলতি মাসেই নতুন দলের নিবন্ধন শেষ করার কথা বলেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে এ বৈঠক করে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল। প্রেস ব্রিফিংয়ে মুসা বলেন, জাতীয় নাগরিক পার্টি সব শর্ত পূরণ করেই নিবন্ধনের আবেদন করেছে। সেটি প্রক্রিয়াধীন আছে। "আমরা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবের কাছে জানতে চেয়েছিলাম, প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদের জানিয়েছেন, মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই হয়ে প্রতিবেদনগুলো তাদের হাতে আসছে। এসব প্রতিবেদন একত্রিত করার পর তারা হয়ত এ মাসেই নিবন্ধনের কাজ সম্পন্ন করবে।" এনসিপির এ...