প্রায় ২২ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষায়িত এ সংস্থা জানায়, ব্যাংকে রাখা এফডিআরের তথ্য গোপনসহ নানাভাবে কর ফাঁকি দিয়েছেন সালাম মুর্শেদী। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব বলেন, অভিযোগ স্বীকার করে তার পক্ষ থেকে ৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তবে বাকি অর্থ পরিশোধে গড়িমসি করায় ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "উনার (সালাম মুর্শেদী) অনেকগুলো এফডিআর ছিল ব্যাংকে। এফডিআরগুলো আবার ফাইলে (আয়কর নথি) দেখানো ছিল না। তারপরও অন্যান্য বিষয় আছে। আমাদের অনুসন্ধান চলমান আছে।" সালাম মুর্শেদীর পাশাপাশি তার স্ত্রী শারমিন সালাম, ছেলে ইশমাম সালাম ও মেয়ে শেহরিন সালামের...