ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যান্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। ১. কার্জন হল—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র)। ২. শারীরিক শিক্ষা—জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল (ইনডোর গেমস রুম)। ৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)—রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)। ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব—বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (মেঘনা গেমস রুম...