এর বিপরীতে, গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে বোমা হামলার ঘটনায় ইসরায়েলি সরকারের প্রতিক্রিয়া তিনি কড়া সমালোচনা করেন। ওই ঘটনায় অন্তত ২০ জন নিহত হন। শালোমের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সেনাপ্রধান এবং আইডিএফ আলাদা আলাদা প্রতিক্রিয়া জানিয়ে আসলে আন্তর্জাতিক মহলের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন। এতে একদিকে উদ্বেগ ও আতঙ্কের বার্তা গেছে, অন্যদিকে পরোক্ষভাবে নিরীহ মানুষের হত্যার দায় স্বীকার করা হয়েছে—যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিপজ্জনক নজির তৈরি করতে পারে।তিনি তুলনা টেনে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের অভূতপূর্ব মৌখিক আক্রমণের মুখে পড়েও মোদি কোনো তাড়াহুড়া করে ক্ষমা চাননি। বরং তিনি দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। এতে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট বার্তা গেছে—ভারতকে কখনোই তুচ্ছ বা অধস্তন রাষ্ট্র হিসেবে দেখা যাবে না।’শালোম মনে করেন, ইসরায়েল অতিরিক্ত স্বচ্ছতা ও প্রতিক্রিয়া দেখিয়ে স্বল্পমেয়াদে কিছু ক্ষতি ঠেকাতে চাইছে। কিন্তু দীর্ঘমেয়াদে এই...