গাজার টানা যুদ্ধ আর বারবার বাস্তুচ্যুতির মাঝেও শিশুদের জন্য তাবুতে চলছে স্কুল। নেই ছাদ, নেই টেবিল-চেয়ার, তবু কলম আর খাতায় বাঁচার স্বপ্ন আঁকছে তারা। যুদ্ধ নয়, শিক্ষাই যেন এই শিশুদের ভবিষ্যৎ হতে পারে—তারই প্রচেষ্টা। ইবতিসাম হাসান নামের একজন স্বেচ্ছাসেবক শিক্ষক বলেন, ‘আজকের দিনে অন্য সব দেশে স্কুল শুরু হয়েছে। আমরাও চেয়েছিলাম আমাদের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করতে। কিন্তু যুদ্ধ সবকিছু থামিয়ে দিয়েছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই তাবু-স্কুল চালু করেছি।’ আসন নেই, টেবিল নেই, তবুও শিক্ষা থেকে পিছিয়ে পড়তে চায় না এই শিশুরা। দিনভর গরম, চারপাশে যুদ্ধের শব্দ, খাবার সংকটের মাঝে হাতে খাতা-কলম নিয়ে শিখতে চায় তারা। ১২ বছর বয়সী লিয়ান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা নতুন জামা পরে স্কুলে যেতে পারি না। ব্যাগ ভর্তি বই-খাতা বা টিফিন...