কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার আয়কর গোয়েন্দার জালে ধরা পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছে। কর ফাঁকির বিষয়টি স্বীকার করে এর মধ্যে তিন কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। বাকি টাকা পরিশোধ না করায় সোমবার তার ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের এই তদন্ত সংস্থা। সাবেক সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন। খুলনা-৪ থেকে নির্বাচিত সালাম মুর্শেদীর আয়কর ফাঁকি তদন্ত শুরু করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ব্যাংকের তথ্য, আয়কর সংক্রান্ত নথি যাচাই শেষে প্রায় ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে ফাঁকির বিষয়টি স্বীকার করেন...