ঢাকা: শহরের সর্বত্র সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। দোকান, অফিস, বহুতল মার্কেট কমপ্লেক্স, কমার্শিয়াল ভবনসহ সব ধরনের প্রতিষ্ঠানের নামের সাইনবোর্ডে এখন থেকে বাংলাই থাকবে প্রধান ভাষা।সম্প্রতি পৌরসভার কমিশনার ধবল জৈনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, সাইনবোর্ডের একেবারে ওপরে বাংলায় নাম লিখতে হবে।প্রয়োজনে নিচে বা পাশে অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে, তবে বাংলার স্থান থাকবে সর্বাগ্রে।পৌরসভা জানিয়েছে, আইন বিভাগের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সরকারি দপ্তরের সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতেও বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। পৌরসভার মাসিক অধিবেশনেও অলিখিতভাবে জানানো হয়েছিল, প্রশ্ন বা প্রস্তাব বাংলায় জমা দিতে হবে।এবার সেই নীতিকে আরো স্পষ্টভাবে কার্যকর করতে প্রশাসনিক সার্কুলার জারি করল পৌরসভা।মেয়র ফিরহাদ...