গাজায় হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে সোমবার থেকে ব্যাপক হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, আকাশে উঠবে প্রবল হারিকেন। যা হামাসের জন্য হবে শেষ সতর্কবার্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কাৎজ এক্সে লিখেছেন, আজ গাজা শহরের আকাশে উঠবে প্রবল হারিকেন, কেঁপে উঠবে সন্ত্রাসী টাওয়ারের ছাদ। হামাসের খুনি ও ধর্ষকদের জন্য এটি শেষ সতর্কবার্তা: জিম্মিদের মুক্তি দাও, অস্ত্র ফেলে দাও। নইলে গাজা ধ্বংস হবে, তোমরা নিশ্চিহ্ন হবে। হোয়াইট হাউজ সূত্রে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাসকে জীবিত ও নিহত ৪৮ জন জিম্মি ফেরত দিতে হবে। এরপর চলবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে হামাসের জন্য শেষ সুযোগ বলে সতর্ক করেছেন। হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। সংগঠনটির অবস্থান হলো, তারা সব...