ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে। তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘02Y BGTB 03/09/2027’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y0927’ এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- ‘88544’। একই ভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y0927’ এবং সিএসইতে ট্রেডিং আইডি- ‘50310’। এ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসইর ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ৩...