নেপালে সরকারবিরোধী বিক্ষোভ রুখতে কারফিউ জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। এ ছাড়া দেশটির পার্লামেন্ট আগুন দেওয়ার পর কিছু এলাকায় বিক্ষোভকারীদের দেখলেই গুলির নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এমনকি বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দেয় তারা। সেই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। সেখানে ঢুকে আগুন দেওয়া হয় ভবনে, ভাঙচুর করা হয় কিছু আসবাব। এদিকে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সংঘাতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের...