কিন্তু শুধু পছন্দসই ফ্ল্যাট পেলেই সব সমস্যা মিটে যায় না। ভাড়া নেওয়ার আগে কিছু বিষয় খেয়াল না করলে পরে ঝামেলায় পড়তে হয়। জেনে নিন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন- বাংলাদেশে এখনও অনেকেই মৌখিকভাবে ভাড়া ঠিক করেন। অথচ লিখিত চুক্তি না থাকলে ঝুঁকি থেকেই যায়। কত টাকা অগ্রিম দেবেন, প্রতি মাসে ভাড়া কবে দিতে হবে, বিদ্যুৎ–গ্যাস–পানির বিল কার নামে — এসব বিষয় লিখিতভাবে উল্লেখ থাকা জরুরি। চুক্তিপত্রে মেয়াদ এবং নবায়নের শর্তও পরিষ্কার থাকতে হবে। ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালারা সাধারণত এক থেকে দুই মাসের ভাড়া অগ্রিম চান। অগ্রিম টাকা দেওয়ার পর রসিদ নেওয়া খুবই জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো সমস্যা হলে বাড়িওয়ালা অগ্রিম ফেরত দিতে গড়িমসি করেন। আবার অনেক ভাড়াটিয়াও কথা পাল্টে ফেলেন। তাই শুরুতেই অগ্রিমের শর্ত লিখিতভাবে রাখা বুদ্ধিমানের কাজ।...