কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করে তারা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পূবালী চত্বর এলাকায় কুবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।আরো পড়ুন:কুবি শিক্ষার্থী ও তার মা’কে হত্যার ঘটনায় আটক ১ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত আটক এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে? সুমাইয়া সুমাইয়া’, ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে’, ‘জবাব চাই, জবাব চাই— প্রশাসন জবাব চাই’, ‘বিচার চাই, বিচার চাই— সুমাইয়া হত্যার...