দেশের বাজারে সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে সোনা। কখনও টানা বাড়ছে আবার কখনও টানা কমছে। উত্থান-পতনের এই প্রবণতায় চলতি বছর সোনার দাম সমন্বয় হয়েছে ৫০ বার। এর মধ্যে ৩৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ১৬ বার। সোনার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে অস্থিরতা চলতে থাকলে সোনার ভরি ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। সবশেষ রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে দেশের ইতিহাসে সোনার দাম পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। বাজুস-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪...