বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’। দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন এই ছবির নতুন গল্পের জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ছবিটির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। বহু বছর ধরেই গুঞ্জন চলছিল, কবে শুরু হবে শুটিং, আদৌ হবে কি না ছবিটি। এসব প্রশ্নের উত্তর এবার স্পষ্ট করলেন নির্মাতা রাকেশ রোশন নিজেই। ৭৬তম জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘কৃষ ৪’-এর স্ক্রিপ্ট প্রায় তৈরি। প্রোডাকশনের বাজেট চূড়ান্ত হওয়ায় অবশেষে শিগগিরই শুরু হচ্ছে প্রস্তুতি। তিনি আরও জানান, ছবিটির প্রি-প্রোডাকশন ইতোমধ্যে জোরকদমে চলছে এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়েই শুরু হবে শুটিং। এর আগে অনেক কারণেই পিছিয়ে গিয়েছিল কাজ। তবে এবার আর কোনো দ্বিধা নেই। সব ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত এই বহুল প্রতীক্ষিত...