চিন্তিত ভঙ্গিতে কখনও থুতনিতে হাত, কখনও আবার স্মিত হাসিমাখা মুখ- ভিন্ন ভিন্ন ভঙ্গিতে সংবাদ সম্মেলনে ধরা দিলেন হাভিয়ের কাবরেরা। প্রথম ম্যাচের ড্র নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেন, দ্বিতীয় ম্যাচে জয়ের দুর্নিবার আকাঙ্ক্ষাও জানালেন প্রত্যয়ী কণ্ঠে। তবে নেপালের মাঠে চাওয়া পূরণের পথটা যে মসৃণ হবে না, জানেন বাংলাদেশের প্রধান কোচ। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে ছয়টায় সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এ মাঠেই গত শনিবার প্রথম ম্যাচে নেপালকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। তিন বছর আগে নেপালে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল কাবরেরার। ৩-১ গোলে হেরেছিল তার দল। সেই তুলনায় সবশেষ ম্যাচের ড্রকে প্রাপ্তিই মানছেন তিনি। “নেপালের মতো শক্তিশালী দলের বিপক্ষে আবারও মুখোমুখি হওয়ার রোমাঞ্চ অনুভব করছি। আমি মনে করি, আমাদের প্রত্যাশা এবং আগামী অক্টোবরের ম্যাচের...