বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবেশ ও ভূবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলাম (রাকা) পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে এর প্রতিবাদে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।আরো পড়ুন:ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে অভিভাবকদের বিক্ষোভগোবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থীর সনদ তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে অভিভাবকদের বিক্ষোভ গোবিপ্রবি প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থীর সনদ তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ (ট্রাক) উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয় এবং তার পায়ের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর তাকে দ্রুত প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। এছাড়াও দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বেরোবি...