আগের কোচ দরিভাল জুনিয়রের কোচিংয়ে শেষ সাত ম্যাচের ছয়টিতে যেখানে গোল হজম করেছিল ব্রাজিল, সেখানে নতুন কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে তিন ম্যাচের সবকটিতে জাল অক্ষত রেখেছে তারা। ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস বলছেন, রক্ষণকে অনেক গুরুত দিচ্ছেন তারা। তার মতে, রক্ষণভাগই হওয়া উচিত যেকোনো দলের মূল স্তম্ভ। আনচেলত্তির কোচিংয়ে প্রথম ম্যাচে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। পরের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় তারা। সবচেয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় তারা সবশেষ ম্যাচে। বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বলিভিয়ার মাঠে খেলবে ব্রাজিল। রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফল্যের জন্য দলের রক্ষণের গুরুত্ব তুলে ধরেন মাগালিয়াইস। “একটি দলের ভিত্তি হওয়া উচিত অবশ্যই রক্ষণ।...