বাংলাদেশের বিচারব্যবস্থার আকাশে যে ঘন কালো মেঘ দীর্ঘদিন ধরে ছায়া বিস্তার করে আছে, তার নামই মামলাজট। এ এক ভয়াল বোঝা, যা ন্যায়বিচারের পথকে শুধু দীর্ঘায়িতই করে না, বরং বিচারপ্রার্থী মানুষের হৃদয়ে হতাশার আঁধার নামিয়ে আনে। বর্তমানে দেশে প্রায় সতেরো লাখ দেওয়ানি মোকদ্দমা বিচারাধীন—সংখ্যাটির ভার যেন গোটা বিচারব্যবস্থার শিরদাঁড়ায় চাপ সৃষ্টি করছে। পরিসংখ্যান বলছে, মোট মামলার প্রায় চল্লিশ শতাংশই দেওয়ানি বিরোধ নিয়ে, অথচ সংখ্যার বাইরে প্রতিটি মামলার ভেতর লুকিয়ে আছে মানুষের জীবনের জটিল গল্প—কখনো উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ভাগ-বাটোয়ারা, কখনো জমিজমার দখল-সংক্রান্ত দ্বন্ধ, কখনো বা পারিবারিক বিবাদের গাঢ় ছায়া। এই জটিলতার কারণে শুধু দেওয়ানি মামলা নয়, বহু ফৌজদারি মামলারও নেপথ্যে থাকে জমি-সম্পত্তি সংক্রান্ত দ্বন্ধের রূঢ় বাস্তবতা। ফলে দেওয়ানি মামলার দীর্ঘসূত্রিতা আমাদের পুরো বিচারব্যবস্থাকেই গ্রাস করছে। ন্যায়বিচার যেখানে হওয়া উচিত দ্রুত, সেখানেই তা...