০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে বৃষ্টি আইনে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশের যুবারা। লাফবরোতে বৃষ্টির কারণে নির্ধারিত ৪৭ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিমের ৮৩ রানের জুটির পর দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। রিফাত ৫১, আজিজুল ৪১ ও কালাম সিদ্দিকি ৪ রান করেন। ১২৬ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের রান সচল রাখেন রিজান হোসেন। সতীর্থদের সাথে ছোট-ছোট জুটি গড়ে দলকে ৪৭ ওভারে...