বিশেষ প্রতিবেদকঃজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় অর্থ আসছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা মনে করি যে, সাহায্য-সহযোগিতা (জলবায়ু অর্থায়ন) যেটা দরকার, সেটা আসছে না। একটা হিসাব করা হয়- ৩০ বিলিয়ন ডলার বোধ হয় দরকার, বোধ হয় দরকার বাংলাদেশের জন্য। অথচ আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই আমাদের জান বেরিয়ে যায়। এক-দেড় বছরে পাঁচ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করে। সোমবার রাজধানীর পিকেএসএফ ভবনে জলবায়ু বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। আর্থিক সংকট সামাল দিতে ২০২২ সাল থেকে কয়েক দফা আলোচনা শেষে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এরপর ২০২৩ সালের...