বেতন ও কর্মপরিবেশ নিয়ে বিরোধের জেরে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে লন্ডনের টিউব নেটওয়ার্ক (ভূগর্ভস্থ মেট্রোরেল) পুরোপুরি অচল হয়ে পড়েছে। সপ্তাহব্যাপী এ ধর্মঘটের ফলে রাজধানী লন্ডনের যাত্রী ও পর্যটকদের জন্য শুরু হয়েছে তীব্র ভোগান্তি। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লন্ডন আন্ডারগ্রাউন্ডের প্রায় কোনো ট্রেনই চলবে না বলে জানানো হয়েছে। এছাড়া ক্যানারি ওয়ার্ফ ও সিটি অব লন্ডনের আর্থিক কেন্দ্রকে যুক্ত করা ডকল্যান্ডস লাইট রেলওয়ে (ডিএলআর) মঙ্গল ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। তবে পুরোপুরি অচল হয়ে যায়নি রাজধানীর ট্রেন নেটওয়ার্ক। এলিজাবেথ লাইন, যা হিথ্রো বিমানবন্দর পর্যন্ত চলে ও ওভারগ্রাউন্ড ট্রেন আংশিকভাবে চালু থাকছে, যদিও কিছুটা বিঘ্ন ঘটছে। এ ধর্মঘট শুধু কর্মজীবী ও পর্যটকদেরই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও প্রভাব ফেলেছে। জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে এ সপ্তাহে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের দুটি কনসার্ট পিছিয়ে দিয়েছে। মার্কিন গায়ক পোস্ট ম্যালোনও...