নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে আন্দোলনে। সোমবার দুপুর থেকে ছাত্র-জনতার বিক্ষোভে শহরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে নেপাল সরকার। এই অস্থিরতার মধ্যেই সেখানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাংলাদেশের অনুশীলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নির্ধারিত আছে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে শহরের পরিস্থিতি খেলার আয়োজনকেও অনিশ্চিত করে তুলেছে। আজ বিকেলে অনুশীলনের কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু মাঠে যাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, ‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে জানানো হয়, বাইরের অবস্থা উত্তপ্ত। তাই অনুশীলনের জন্য রওনা হওয়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ দল হোটেলেই নিরাপদে অবস্থান করছে। ’...