সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেপাল। বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু রাজধানী কাঠমান্ডুর নতুন বাণেশ্বর এলাকায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেখানে কারফিউ জারি করেছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশ পার্লামেন্ট ভবনের প্রাঙ্গণে ঢুকে পড়লে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে গাছের ডাল ও পানির বোতল ছুড়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং দুর্নীতিবিরোধী স্লোগান দিতে থাকে। সাম্প্রতিক সময়ে নেপাল সরকার ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট—নিষিদ্ধ ঘোষণা করে। এই সিদ্ধান্তেই মূলত তরুণ-তরুণীদের মাঝে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। আন্দোলনকারীরা বলছে, এই নিষেধাজ্ঞা প্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল অধিকার হরণ করছে। সংঘর্ষের পর...