এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এক হাজার ২০০ মে টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এমন একটা সময়ে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো যখন কিনা কম সরবরাহ ও অতিরিক্ত দামের কারণে দেশের মানুষ ইলিশের স্বাদ ভুলতে বসেছে। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারিকৃত এক আদেশে বলা হয়েছে- শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগ্রহী রপ্তানিকারকদের অনুমতির জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে বলা হয়েছে- প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার। ১২২ টাকা করে প্রতি ডলারের বিনিময় মূল্য ধরলে টাকায় প্রতি কেজির দাম পড়ে ১৫২৫ টাকা। যেখানে দেশে ৫০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ কিনতে হলে প্রায় ২...