আপাতদৃষ্টিতে জনসংস্কৃতি (popular culture) ও গণসংস্কৃতি (mass culture) একই মনে হলেও শব্দ দুটির মধ্যে অর্থ ও ব্যবহারিকতায় বেশ ফারাক রয়েছে। একটি যদি হয় আমজনতার সংস্কৃতির প্রতিনিধি তবে দ্বিতীয়টির মধ্যে ক্ষমতা ও বিনোদনের ভোক্তাশ্রেণি হওয়ার প্রবণতা রয়েছে।গণসংস্কৃতির অংশ হিসেবে গণমাধ্যম বিশাল এক প্রভাব রাখে জনসংস্কৃতির মনে। সামষ্টিকতার আন্দোলন বা মৃত্যুর হিসেবেও আমরা বলছি, গণআন্দোলন ও গণহত্যা। এখানে ‘জন (ব্যক্তি)’ অনুপস্থিত। ভোটের রাজনীতি ও পুঁজিবাদী বহুজাতিক কোম্পানির কাছে ‘জন’ একপ্রকার চিহ্নিত একজন ভোক্তা হিসেবে। যে কারণে শব্দ ও ভাষার এই ধারণাগত পার্থক্য নির্ণয় আবশ্যক হয়ে ওঠে। ক্ষমতা কাঠামোর বিচারে জনসংস্কৃতির মূল্য কতটুকু? পুঁজিবাদী সমাজে আদতে কি জনগণের হাতে কোনো ক্ষমতা থাকে? সমাজে সংস্কৃতির যে বিভিন্ন স্তর সেখানে জনসংস্কৃতির জায়গাটাকে আমরা চিহ্নিত করছি বহুল ও বৃহত্তর এক গোষ্ঠীকে, যারা অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও সাংস্কৃতিভাবে...