লিচনস্টেইনকে ৬-০ গোলে হারানোর পর টানা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের জালে ৬বার বল জড়ালেন বেলজিয়ামের ফুটবলাররা। এবার কেভিন ডি ব্রুইনদের শিকার হলো কাজাখস্তান। ঘরের মাঠে কাজাখদেরকেও তারা হারালো ৬-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচেই ১২ গোল করলেন ডি ব্রুইন, জেরেমি ডোকুরা। টানা দুই ম্যাচে ৬ গোল করে জিতেও গ্রুপ ‘জে’র শীর্ষে উঠতে পারেনি রুডি গার্সিয়ার শিষ্যরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ওয়েলস চলে গেলো তৃতীয় স্থানে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নর্থ মেসিডোনিয়া রয়েছে শীর্ষে। ব্রাসেলসের লোটো পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৪০ মিনিট কাজাখস্তান শক্ত প্রতিরোধ গড়ে তোলে বেলজিয়ামের মুহুর্মুহু আক্রমণের সামনে। তবে বিরতির আগে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুইবার জালে বল পাঠান কেভিন ডি ব্রুইনে এবং তার সাবেক ম্যানসিটি সতীর্থ জেরেমি ডোকু।...