কর্পোরেট ডেস্ক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার-এর সঙ্গে সোমবার (৮ সেপ্টেম্বর) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আইসিএমএবি প্রতিনিধি দল ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং বিশেষভাবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং (সিএমএ) পেশার উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। তারা পেশার আরও উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। সচিব মহোদয় দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা...